বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

স্টাফরিপোর্টার ॥ সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানীত সাংবাদিক ভাই ও বোনদের জানাই আমার সালাম । আমি মোঃ আবু তালেব প্রামানিক পিতা-মৃত তৈয়ব আলী প্রামানিক আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে আমার পরিবারের বক্তব্য তুলে ধরছি । আমার মাধ্যমে পারিবারিক বন্টনে ফকিরের বটতলার সম্পত্তি আমার চার বোন, আমার মেজ ভাই আবুল বাশার উক্ত দোকান ঘরটি ৯ ফিট ১২ ফিট। তার মধ্যে আমার মেজো ভাইয়ের অংশ উনিশ শতাংশ ১৯ দোকান ঘর থেকে মেইন রাস্তা আমার জায়গাটুকু বাংলাদেশ রেলওয়ের মালিকানা জায়গায় জায়গাটুকু এজমালি থাকা অবস্থায় আবুল বাশার দৈর্ঘ্য দশ ফিট প্রস্তুত চার ফিট ৪০ ফিটের ক্ষতিপূরণ দিয়ে আসছিলেন । বাকি ১০৪ ফুট বাংলাদেশ রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করে বন্ধের অবরোধ করে রাখে যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দা জনক। বিষয়টি পারিবারিক সমাধানের চেষ্টা করা হলে তিনি কোন সমাধানে আসেননি । পরবর্তীতে আমার ৪ বোন ও ভাতিজাসহ দোকান করার জন্য দখল করে নেয় । আমার বোনরা সবাই বাশার মালামাল সবাই উপস্থিত থেকে হেফাজতের সাথে নিজ বাড়িতে নিয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুজ্জামান বিশেষ এমপি মহোদয় এর পিএস মোঃ রাজন আলী মালিথাকে জড়িয়ে তার নামে সমকাল পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে ভাঙচুর ও লুটপাট শিরোনামে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে । আমি প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । রাজন আমার ভাগ্নি জামাই। সে কখনও আমার পারিবারে কোন সমস্যার ক্ষেত্রে কারও পক্ষে সমর্থন করে নাই বরং সে আমার দুই পক্ষকে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেছে নানাভাবে। 

মো: আবু তাহের প্রামানিক

তারিখ-০৭.০৮.২০২২ ইং।প্রেসবিজ্ঞপ্তি।


No comments

Powered by Blogger.