ঈশ্বরদীতে নির্যাতিত গৃহবধু মালা হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন,মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত

  

ক্যাপশন(+ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,নিহত মালার মাতা মমতাজ বেগম  পিতা সাগর আলী।

এসআই টিটুল  ঈশ্বরদীর ঝাউদিয়ার আলোচিত গৃহবধু মালা খাতুন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার,দৃষ্টান্ত মূলক শাস্তি,বিচার  ফাঁসির দাবিতে এবং প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার  এলাকাবাসীর পক্ষ থেকে শনিবার বেলা এগারোটায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন  মানববন্ধন-সমাবেশে বক্তব্য দেন,নিহত মালার পিতা সাগর আলী,মালার মাতা মমতাজ বেগম,মালার দুলাভাই আসাদুল ইসলাম নান্টু,ইউপি মেম্বর স্বপন আলী,মালার ভাবী রহিমা খাতুন  ফিরোজ আলী। বক্তারা অভিযোগ করে বলেন,বিয়ের পর থেকে যৌতুকের জন্য মালাকে নানাভাবে নির্যাতন করা হতো। নির্যাতনের বিষয়ে স্থানীয় মেম্বরসহ অভিভাবকরা অসংখ্যবার বিচার শালিস করেন। 

এরপরও মালার পিতা সাগর আলী মেয়ের সুখের জন্য নগদ ৬০ হাজার টাকা  ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার উপহার দেন। অবশেষে গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় মালার স্বামী রাসেল মন্ডল আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করলে মালা টাকা দিতে অস্বীকৃতি জানায়।  অবস্থায় স্বামী রাসেল মন্ডল বাড়ির অন্যদের সাথে নিয়ে পরিকল্পিত ভাবে মালাকে নানাভাবে নির্যাতন করে হত্যা করে। 

পরে অবস্থা বেগতিক বুঝে রাসেল মন্ডল মৃত মালার মুখে বিষ ঢেলে দিয়ে তার মরদেহ ঈশ্বরদী হাসপাতালে ফেলে রাসেল মন্ডলসহ অন্যরা                                                                                             পালিয়ে যায়। সংবাদ সম্মেলন শেষে ব্ক্তারা ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা রোডে আয়োজিত মানব বন্ধনেও গৃহবধু মালা হত্যার আসামি গ্রেফতার,দৃষ্টান্ত মূলক শাস্তি  ফাঁসির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। #

 

ক্যাপশন( মানববন্ধনে বক্তব্য দেনরাহিমা বেগম।

ক্যাপশন( নিহতের পরিবার  এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন-সমাবেশের একাংশ।

 

 

No comments

Powered by Blogger.