ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মামুনুর রহমান সড়ক দূর্ঘটনায় মারাতœক আহত ॥ সুস্থ্যতা কামনা

 

স্টাফ রিপোর্টার ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক,কাজী এগ্রো টেলিভিশনের বিশেষ প্রতিনিধি  দৈনিক আলোকিত সকাল পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি মামুনুর রহমান সড়ক দূর্ঘটনায়   মারাত্নক  আহত হয়ে ঢাকা উত্তরার ১৭ গরীব নেওয়াজ এভিনিউ১১ নম্বর সেক্টরের শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত  সেপ্টেম্বর শনিবার বিকেল  টায় পাকশী রোডের সাড়া গোপালপুর এরাকায় সিএনজির সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে মামুনুর রহমান মারাতœ আহত হনঘটনার পর তাকে প্রথমে পাবনা হাসপাতালে  পরের দিন ঢাকার শিন-শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার ডান পায়ে অপারেশন করা হয়েছে |মামুনের পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।এদিকে সড়ক দূর্ঘনায় আহত মামুনুর রহমানের আশু সুস্থ্যতা কামনায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,ঈশ্বরদী টিভি জার্ণালিষ্ট এসোসিয়েশন  জাতীয় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে আল্লাহ পাকের নিকট প্রার্থণা করা হয়েছে।#

 

 

 

No comments

Powered by Blogger.