সাংবাদিক তৌহিদ আক্তার পান্না সংবর্ধিত,, দেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক লিঃ এর পক্ষ থেকে সাংবাদিক পান্নাভাইকে সম্মাননা স্মারক প্রদান করতে পেরে আমরা গর্বিক-- -------- বেল্লাল হোসেন

 

এড.হেদায়েত-উল হকআশরাফুল আবেদীন  সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলা টিভি  দৈনিক জনকন্ঠের সাংবাদিক,সাপ্তাহিক বিজয়দীপ্তের সম্পাদক/প্রকাশক,  ঈশ্বরদী  উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাকে সংবর্ধনা  সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার রাতে জাতীয় সাংবাদিক সোসাইটির ঈশ্বরদী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিঃ এর অগ্রণী দুয়ার ব্যাংকিং মুলাডুলি  আরপি বাজার শাখার পক্ষ থেকে এই সংবর্ধনা  সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেনশুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত অগ্রণী ব্যাংক লিঃ দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক বেল্লাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বেল্লাল হোসেন বলেন,আমাদের তথা ঈশ্বরদীবাসীর কাছে নানা গুণে গুনান্বিত প্রিয়মুখ,ঈশ্বরদীর সাংবাদিকদের অগ্রপথিক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না  দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক লিঃ এর পক্ষ থেকে পান্নাভাইয়ের মত সম্মানীত সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করতে পেরে আমরা গর্ববোধসহ আনন্দ উপভোগ করছি। আল্লাহ্তায়ালা বলেছেন,যিনি সম্মানী ব্যক্তি তাকে সম্মান দাও উল্লেখ করে তিনি বলেন,তৌহিদ আক্তার পান্না তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নানাবিধ সামাজিক কর্মকান্ড করে সম্মান অর্জন করেছেনতাই তাকে আমরা অগ্রণী ব্যাংকের মাধ্যমে আজকে সম্মাননা প্রদান করছি। তিনি আরও বলেন,আমি মুলাডুলি শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা কালিন সময়ে আরপি বাজার এজেন্ট ব্যাংকিং শাখা চালু করা হয়। এই শাখা চালু হওয়ার পর থেকে তৌহিদ আক্তার পান্না তার লেখনীসহ নানাভাবে সহযোগিতা করায় এই শাখা আজ প্রতিষ্ঠিত। অগ্রণী ব্যাংক মুলাডুলি শাখা এবং আরপি বাজার অগ্রণী দুয়ার ব্যাংকিং শাখা মিলে বর্তমানে আমাদের ডিপোজিট ৩১ কোটি টাকা।

এর মধ্যে ১৬ কোটি টাকাই আরপি বাজার অগ্রণী দুয়ার ব্যাংকিং শাখার ডিপোজিট। এটা আমাদের জন্য গ্রেট এচিভমেন্ট উল্লেখ করে তিনি আরও বলেনএই এচিভমেন্টের পেছনে পান্নাভাইয়ের সহযোগিতা ভোলারমতনা। ১৯৪৩ সালে দি হাবিব ব্যাংক নামে এই ব্যাংক চালু হয়। পরবর্তীতে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে পুরনো ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক নাম দিয়ে জাতীয় করণ করেন। আমরা খুবই আনন্দিত  গর্বিত যে,আমাদের অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে আজকে আমাদের প্রথিতযশা সাংবাদিক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সোসাইটি  ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদ আক্তার পান্নাকে সম্মানা স্মারক দিতে পারছি। তিনি ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সোসাইটি  ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা-সদস্য সাংবাদিকদেরও অভিনন্দন জানান।

অগ্রণী দুয়ার এজেন্ট ব্যাংকিং আরপি বাজার শাখার ব্যবস্থাপক  বিশিষ্ট ব্যবসায়ী বাবু হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেনসংবর্ধিত অতিথি ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সহসভাপতি এড.হেদায়েত-উল হকসহসভাপতি আশরাফুল আবেদীনসহসভাপতি বিপুল জোয়ার্দারসহসভাপতি প্রভাষক নজরুল ইসলাম মুকুল,এএ আজাদ হান্নানযুগ্ম সম্পাদক বাপ্পি রায়হান,কোষাধ্যক্ষ বায়েজিদ বোস্তামী,বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দীন  অগ্রণী ব্যাংকের গ্রাহক আতিকুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে অতিথি বরণ  পরে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#



 

 

 


No comments

Powered by Blogger.