অগ্রনী ব্যাংকের আলোকিত ব্যবস্থাপক বেলাল হোসেন পা বিহীন শিক্ষককে ক্রেস্ট ও দশ হাজার টাকা দিয়ে প্রশংসিত

ক্যাপশন ॥ দুই পা বিহীন শিক্ষক মোঃ রুবেল হোসেনকে ১০ টাকা আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করছেন অতিথিরা।

আশরাফুল আবেদীন/জাহাঙ্গীর আলম ॥ দুই পা বিহীন, হাতের উপর ভর করে চলাচল করা দাশুড়িয়া হাইস্কুলের খন্ডকালিন শিক্ষক, মোঃ রুবেল হোসেনকে সম্মাননা স্মারক ও হুইল চেয়ার কেনার জন্য ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার  বিকালে অগ্রনী ব্যাংক দাশুড়িয়া শাখায় সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করার লক্ষে অগ্রনী ব্যাংকের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত ও আলোকিত বিদায়ী ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেনের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আযোজন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,  ঈশ্বরদী  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। অগ্রনী ব্যাংক দাশুড়িয়া শাখার বিদায়ী ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এসময় অগ্রনী ব্যাংক পাবনা জেলার প্রধান ডিজিএম ইঞ্জিনিয়ার শেখ আকরামুজ্জামান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার,ঈশ্বরদী  উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, দাশুড়িয়া কলেজের প্রিন্সিপাল মোঃ শহিদুল ইসলাম,ঈশ^রদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামীসহ ব্যাংকের বিভিন্ন গ্রাহকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য,মোঃ বেলাল হোসেন প্রফেশনাল ব্যাংকিং পার্ট- ১ এ পাশ করে সম্মানী স্বরুপ অর্জিত ২০হাজার টাকা থেকে সমাজের পিছিয়ে পড়া, দুই পা বিহীন শিক্ষক মোঃ রুবেল হোসেনকে ১০ টাকা আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদানের ব্যবস্থা করে ব্যাপক প্রশংসীত হয়েছেন।#


No comments

Powered by Blogger.