ঈশ্বরদী ইপিজেডে অপারেটর নিহত॥ হত্যা নাকি অত্নহত্যা তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি


এএ আজাদ হান্নান  ॥ । রবিবার দুপুরে ঈশ্বরদী  ইপিজেডেস্থ রেনেসা নামক একটি লেডিস শার্ট তৈরীর ফ্যাক্টরীতে কর্মরত ডাটা এন্টি অপারেটর এস.এম,খায়রুল আজম (২৯)অফিসের চারতলা থেকে পড়ে নিহত হয়েছে । নিহত এস.এম,খায়রুল আজম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মির্জানগরের আজিমউদৌলার ছেলে। নিহতের ঘটনার পর বিকেল পাঁচটায় সকল শ্রমিকদের ছুটি দেওয়া হয়। নাম প্রকাশষ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, ডাটা এন্টি অপারেটর এস.এম,খায়রুল আজম ভাল মানুষ ছিল। ফ্যাক্টরীতে কোন সমস্যা হলে শ্রমিকদের মারপিট করা ও বিভিন্ন ভাবে শাস্তি দেওয়ার রেকর্ড রয়েছে। ঠিক তেমনই কোন ঘটনায় তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে নাকি সে নিজেই কোন কারণে আতœহত্যা করেছে তানিয়ে ধু¤্র জালের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বিভিন্ন মহলে নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে। কেউ বলছেন,পরিকল্পিতভাবে ধাক্কা দেওয়া হতে পারে আবার কেউ বলছেন, গোপন কোন কারণে সে নিজেই লাফ দিয়ে আততœহত্যা করতে পারে। এস.এম,খায়রুল আজমের মৃত্যুর বিষয়ে জানার জন্য একাধিকবার মুঠো ফেনে কল করা হলেও ফ্যাক্টরীর ব্যস্থাপক অমিত বাবু কল রিসিভ করেননি বা কল বেকও দেননি। ইপিজেডের জিএম মাহাবুবকেও একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে ঐ ফ্যাক্টরীর এক কর্মকর্তা জানান, হত্যা না অত্নহত্যা  তা পরিস্কার না । ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে না থাকলেও তিনি জানান,পুলিশ বলছে, সে অত্নহত্যা  করেছে। ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলাম জানান,অফিস চলাকালিন সময়ে বেলা এগারোটা ৪৮ মিনিটে তার মোবাইলে কল আসার পর তার মধ্যে অস্থিরতা শুরু হয়। ইডেন কলেজের বান্ধবীর গায়ে হলুদের খবর দেওয়া হয় ঐ মোবাইলে । এরপর সে ১২ টা ১৭ মিনিটে অফিসের চেয়ার থেকে উঠে চারতলা ছাদের রেলিং থেকে লাফ দিয়ে অত্নহত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসংবাদ লেখা পর্যন্ত এস.এম,খায়রুল আজমের মরদেহ হাসপাতালে রাখা ছিল।#

No comments

Powered by Blogger.