ঈশ্বরদীতে যুবদলের নেতৃত্বে দ্বিধাবিভক্ত বিএনপিকে একত্রে করার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে যুবদলের নেতৃত্বে দ্বিধাবিভক্ত বিএনপিকে একত্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিকেলে পাকশী হাসেম আলী মিলনায়তনে ঈশ্বরদী উপজেলা যুবদলের পক্ষ থেকে যুবদরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঈশ্বরদী উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম রিপন,আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার, শরিফুল ইসলাম শরীফ,সাহাবুল হক বিশ্বাস,হিরক সরদার, আরিফুল হক অনল, মশিউর রহমান রতন,আতিয়ার রহমানসহ ৩১ জন যুবদল নেতা ব্কব্য দেন। বক্তারা দৃঢ় কন্ঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার ঘোষনা দিয়ে বলেন আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত কল্পে ঈশ্বরদীর দ্বিধাবিভক্ত বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দের মধ্যে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার,হাবিবুর রহমান হাবিব ও জাকারিয়া পিন্টুসহ সকল নেতাকে এক কাতারে এক মঞ্চে তোলা হবে। সভায় যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপির সকল নেতাদের হাসিনা সরকারের দমনপীড়নের ইতিহাসও বর্ণনা করা হয়।#

ক্যাপশন ॥ সভাপতির বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি।

No comments

Powered by Blogger.