চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলমকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করে ক্রেস্ট প্রদান

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার সকালে পাবনা পুলিশ লাইনে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা পুলিশ সুপার মোর্তজা আলমের সভায় সভাপতিত্বে এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পাবনা জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল,মামলা ও জিডি নিষ্পত্তি,আসামী গ্রেফতারসহ বিভিন্ন ক্যাটাগরী বিবেচনা করে চাটমোহর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলমকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে চাটমোহর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় পাবনা জেলা পুলিশ সুপার ও মঞ্জুরুল আলমকে পুলিশ বিভাগের সহকর্মীবৃন্দসহ শোভাকাঙ্খিরা অভিনন্দন জানিয়েছেন।

No comments

Powered by Blogger.