পাবনা-৪ আসনের ভয়ানক রাজনৈতিক পরিস্থিতির আলোকে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের জরুরি বৈঠকের উদ্যোগ প্রশংসিত
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘািরয়া) আসনে বিএনপির চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও সৃষ্ট ভয়ানক পরিস্থিতির আলোকে ভবিষ্যত রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সকল মহলের গ্রহণযোগ্য নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার এক জরুরি মতবিনিময় সভার আহবান করেছেন। গতকাল মঙ্গলবার রাতে বাঘইলস্থ নিজ বাড়িতে বিএনপির জ্যেষ্ঠনেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এই সভার আহবান করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর শনিবার সকাল দশটায় পাকশী রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিতব্য উক্ত জরুরি মত বিনিময় সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে। এদিকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘািরয়া) আসনে সাম্প্রতিক সময়ে সৃষ্ট ভয়ানক অবস্থার নিরসন এবং বিএনপির চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে উক্ত মত বিনিময় সভার আয়োজন দলের সকল পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহলের শান্তিপ্রিয় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ও মতবিনিময় সভার উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।# তাং-১২.১১.২০২৫


No comments