পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে হেমাটোলোজী বিভাগ চালুর দাবিতে মানববন্ধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

এসআই টিটুল ,বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী ।।পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে হেমাটোলোজী বিভাগ চালুর দাবিতে মানববন্ধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকালে হিমোফিলিয়া রোগী  মেহেদী হাসানের নেতৃত্বে পাবনা জেলার সকল হিমোফিলিয়া রোগীদের পক্ষ থেকে পাবনা জেনারেল হাসপাতালে  এসব কর্মসুচি পালন করা হয়। কর্মসুচিতে বক্তব্য দেন,মেহেদী হাসান,এনামুল কবীর,শিপন হোসেন,উর্মি আক্তার ও আহাদ আলী প্রমুখ। বক্তারা হিমোফিলিয়া ট্রিটমেন্ট সেন্টার (এইচটিসি) চালু,হিমোফিলিয়া রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্লাজমা ও ক্রাইয়োপ্রেসিপিটেটসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানান।

বক্তাদের যৌক্তিক ও গুরুত্বপূর্ণ এসব দাবির প্রেক্ষিতে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোঃ রফিকুল হাসান তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এর আগে হাসপাতালের সামনে প্রায় ঘন্টাকাল ব্যাপি মানববন্ধন করা হয়।#

তাং-১১.১১.২০২৫


No comments

Powered by Blogger.