সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষে মনোনয়নপত্র কিনলেন বিএনপির সিনিয়র নেতারা পাবনা-৪ আসনে প্রার্থীতা পরিবর্তন না করা হলে জেলায় বিএনপির পরাজয়ের সম্ভাবনা রয়েছে-- আব্দুর রশিদ সরদার

বিশেষ প্রতিনিধি,ঈশ্বরদী  ।। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জনগণ ও বিএনপির নেতা কর্মীদের সাথে তার যোগাযোগ নেই এবং এই আসনে প্রার্থীতা পরিবর্তন না করা হলে গোটা পাবনা জেলায় বিএনপির পরাজয়ের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার। 

আজ সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রিয়নেতা,পাবনা জেলা বিএনপির সফল সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষে পাবনা-৪ আসনে চুড়ান্ত মনোনয়ন নিশ্চিত কল্পে মনোনয়নপত্র ক্রয়ের পর ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন। এসময় বিএনপির প্রবীন নেতাদের মধ্যে আব্দুস সোবহান,অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাবেক চেয়ারম্যান আব্দুল  মান্নান সরদার, রুহুল আমিন বাবলু, হুমায়ুন কবীর দুলাল,ফজলুর রহমান মাস্টার, 

আলহাজ্ব আজি হক, এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মোহাম্মদ আলী কাজল,মিজানুর রহমান রঞ্জু ফকির, হাজি আব্দুর রশিদ,   হাজি আকমল হোসেন,সরোয়ার হোসেন,দুলাল প্রাং,আবুল হোসেন দেওয়ান,আব্দুল লতিফ,রঞ্জু আহমেদ, ইব্রাহিম হোসেন, আব্দুর রাজ্জাক মেম্বর, মোহাম্মদ আলী কাজল,আলাউদ্দিন মন্ডল, আনিসুর রহমান বিশ্বাস,আক্তার হোসেন মল্লিক,জহুরুল ইসলাম বাচ্চু ফকির,আসাদুল হক,ইউসুফ প্রাং,সিদ্দিকুর রহমান, আব্দুল করীম কিরণ,নজরুল ইসলাম মালিথা,আমিনুল ইসলাম,হাসেম আলী,লিটন মোল্লাহ,রঞ্জু ফকির,মোস্তফা জামান নয়ন,মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য উপস্থিত ছিলেন।

সিরাজুল ইসলাম সরদারকে মনোনয়ন দেওয়া হলে শতভাগ বিজয় নিশ্চিত করে তারেক রহমানকে পাবনা-৪ আসনের এমপি উপহার দেওয়ার ঘোষনা দিয়ে আব্দুর রশিদ সরদার বলেন, যারা লুটপাট,চাঁদাবাজি,দখল বাজি,অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষের ঘুম হারাম করে দিয়েছে এবং বিএনপির ব্যাপক ভাবমূর্তি ক্ষুন্ন করে প্রশ্নের মুখে দলকে দাঁড় করে দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনও তাদের সমর্থন করতে পারিনা। তিনি আরও বলেন, গোটা পাবনা জেলা বিএনপি বর্তমানে আওয়ামীলীগের একটি ঘারানা দারা পরিচালিত হচ্ছে। 

তাই পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)আসনে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থীকে পরিবর্তন করার জোর দাবি জানিয়ে বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য  ও  সাবেক  সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা  সিরাজুল ইসলাম  সরদারের পক্ষ থেকে  নমিশন ফরম উত্তোলন  করেছি । আমরা  সবাই ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনে  সকল সংগ্রাম  ও আন্দোলনে  সব জায়গাতে  অংশগ্রহণ করেছি। রাজশাহী বিভাগীয় সম্মেলনে   গোটা রাজশাহীতে  আমাদের অবদান স্মরণীয়। 

সিরাজুল ইসলাম সিরাজ সরদার ৫ই  আগস্ট এর পর থেকে  সকল জায়গায়  তিনি বক্তব্য রেখেছেন  দলের পক্ষে । দলের সাংগঠনিক কাঠামো মজবুত করার লক্ষ্যে উঠান বৈঠক পর্যন্ত  করেছেন।  প্রাথমিকভাবে নমিশন  ঘোষণার পর  সিরাজুল ইসলাম সরদার  সকল ইস্তরে  জনসভা  করে বলেছেন   ঈশ্বরদী,  আটরিযার  মনোনয়ন  যাকে দেওযা হয়েছে   সাধারণ  মানুষের  মনের আশা পুরন হয় নাই।আগের যে ঘোষণা হয়েছে  সেটা চূড়ান্ত ঘোষণা না।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আগামী ২৫শে ডিসেম্বর  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পর চূড়ান্ত মনোনয়ন  ঘোষণা করবেন । আমরা আশা করি সকল মহলের গ্রহণযোগ্য আমাদের প্রাণপ্রিয় নেতা  সিরাজুল ইসলাম সরদারকে  চুড়ান্ত মনোনয়ন দিবেন  এবং ঈশ্বরদী ও আটঘরিয়ার  সাধারণ জনগণের  আশা পুরণ করবেন। ঈশ্বরদী-আটঘরিয়ার সাধারণ মানুষ ও  বিএনপি  যার কাছে নিরাপদ  তিনি হলেন  সিরাজুল ইসলাম  সরদার। নির্বাচনী এলাকার মানুষ ও বিএনপিকে রক্ষা করতে হলে সিরাজুল ইসলাম সরদারের বিকল্প নেই বলেও তিনি দৃঢ় কন্ঠে ঘোষনা দেন।#তাং-২২.১২.২০২৫


No comments

Powered by Blogger.