দেশে একটি কুচক্রিমহল নির্বাচন বানচাল করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছে ---বিএনপিনেতা ও সাবেক ভিপি রেজাউল করীম শাহীন

এএ আজাদ হান্নান ।। দেশে একটি কুচক্রিমহল নির্বাচন বানচাল করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন, বিএনপিনেতা ও সাবেক ভিপি রেজাউল করীম শাহীন। গতকাল রাতে ঈশ্বরদীস্থ পাকশী ইউনিয়নের বাঘইল ৮ নং ওয়ার্ডস্থ ভাংচুর মোড়ে স্থানীয় বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। সাবেক ইউপি মেম্বর আব্দুর রশিদ প্রামাণিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপিনেতা প্রভাষক আজমল হোসেন সুজন,আলমগীর হোসেন,জাহিদুর রহমান পাতা,নূর ইসলাম,যুবদল নেতা রফিকুল ইসলাম রকি,বিপুল হোসেন,জয় মালিথা,শাহিন হোসেন,তুহিন মেম্বর, মুনরুজ্জামান কবীরসহ অন্যরা বক্তব্য দেন।#

No comments

Powered by Blogger.